ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রেহানা প্রধানের বাসায় গেলেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
রেহানা প্রধানের বাসায় গেলেন ফখরুল

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের বাসায় গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, রেহানা প্রধানের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের শান্তনা দিতে সোমবার দুপুরে তার বাসায় যান বিএনপির মহাসচিব।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০ দলীয় জোটের অন্যান্য নেতারাও সেখানে গিয়েছিলেন।

বিএনপি মহাসচিব রেহানা প্রধানের মেয়ে জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ছেলে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের সঙ্গে কথা বলেন। তাদের শান্তনা দেন।

জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্ত্রী রেহানা প্রধান সোমবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

গত ২০১৭ সালের ২১ মে দলের সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তার স্ত্রী অধ্যাপিকা রেহানা প্রধান। পরে গত বছরের ২৮ নভেম্বর তাকে জাগপার সভাপতি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।