ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাহজালালের পূণ্যভূমি থেকে গণতন্ত্র পুনরুদ্ধার হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
শাহজালালের পূণ্যভূমি থেকে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল/ছবি: বাংলানিউজ

সিলেট: শাহজালালের পূণ্যভূমি থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস রচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।

সংসদ বাতিল করুন। নির্বাচন কমিশন পুনর্গঠন করুন। ইভিএম দেওয়া চলবে না। ডিজিটাল চুরি করবেন? সেটা আর করতে দেওয়া হবে না। সেনা মোতায়েন করতে হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার ফিরিয়ে আনা, বাংলাদেশকে একটি কল্যাণধর্মী রাষ্ট্র নির্মাণ করা। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজ সিলেটের মানুষ যেভাবে শত বাধা-বিপত্তি উপেক্ষা করে ছুটে এসেছে জনসভায়, তারা প্রমাণ করেছে যে এদেশের মানুষ গণতন্ত্রে ফিরতে চায়। আমি সিলেটের জনগণকে অভিবাদন জানাই।

জনগণের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা হাত তুলে দেখান আপনারা এই আন্দোলনে শরিক হয়েছেন, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।  

জনগণ হাত তোলার পর তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্যদিয়ে আমাদের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।  

বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।  

শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।

সমাবেশে অংশ নিতে মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে ঢাকার কেন্দ্রীয় নেতারা সিলেটে আসেন। ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন।  

এছাড়া ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য এবং চার দল থেকে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ সঞ্চালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ আলী।  

বুধবার দুপুর ১টার পর থেকে শত শত নেতাকর্মীদের মিছিল একে একে প্রবেশ করতে থাকে রেজিস্ট্রারি মাঠে। এ সময় সমাবেশের মঞ্চে স্থানীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেন।

বেলা আড়াইটার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের সভাপতি ও সিলেটের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, প্রধান অতিথি জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সুলতান মো. মনসুর, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, তানিয়া রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনইউ/এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।