ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নূর মোহাম্মদকেই নৌকা দেওয়ার দাবি বকশীগঞ্জের তৃণমূলের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
নূর মোহাম্মদকেই নৌকা দেওয়ার দাবি বকশীগঞ্জের তৃণমূলের বক্তব্য রাখছেন নুর মোহাম্মদ। ছবি-বাংলানিউজ

জামালপুর: লক্ষাধিক মানুষের জনসভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নূর মোহাম্মদকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানিয়েছেন বকশীগঞ্জের তৃণমূল আওয়ামী লীগের নেতারা।

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এন এম উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার।

 

এ আসনের বর্তমান এমপি আবুল কালাম আজাদ। জনসভায় উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা আগামী নির্বাচনে প্রার্থী পরিবর্তনের দাবি করে বলেন, নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের পাশে থেকে দলকে তৃণমূল পর্যন্ত সংগঠিত করেছেন। সাধারণ ভোটারদের সুখে-দুঃখে তাদের পাশে রয়েছেন। অসহায় পীড়িত মানুষের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া, বন্যাদুর্গত কৃষকের সহায়তা ছাড়াও বৃক্ষ রোপণ, ঘরে ঘরে স্যানিটেশন ও টিউবওয়েল দিয়েছেন। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের প্রতিটি মানুষের মনে তিনি ঠাঁই করে নিয়েছেন। বকশীগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের আশ্রয়স্থল নূর মোহাম্মদ। তাকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত হবে।

জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দলকে ক্ষমতায় আনতে আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বকশীগঞ্জ উপজেলা আয়োজিত জনসভা।  ছবি-বাংলানিউজ

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।