ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইভিএম বাতিলের দাবিতে খুলনা বিএনপির স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইভিএম বাতিলের দাবিতে খুলনা বিএনপির স্মারকলিপি খুলনা মহানগর বিএনপির স্মারকলিপি

খুলনা: ইভিএম ব্যবহারের প্রতিবাদ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ‘গায়েবি’ মামলায় বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে খুলনা মহানগর বিএনপি স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এ স্মারকলিপি দেয় খুলনা মহানগর বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ইভিএম ব্যবহারের প্রতিবাদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং বিগত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে চরম বিতর্কিত ভূমিকা পালনকারী প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে খুলনা থেকে প্রত্যাহারের দাবিতে বিএনপি এ স্বারকলিপি দেয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী স্বারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, নির্বাচন কমিশনের সর্বাধিক গুরুত্ব দিয়ে তফসিল ঘোষণার পূর্বেই সকল রাজনৈতিক দলের জন্য সমান সুবিধা বা লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা উচিত। গত ১৫ আগস্ট ২০১৮ থেকে এ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ হয়রানির অসৎ উদ্দেশ্যে নগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, খাশিলপুর, দৌলতপুর, খানাজাহান আলী, লবণচরা ও আড়ংঘাটা থানায় ১৫টি মামলায় ২৭২ জন জ্ঞাত এবং ১৬৮২ জন্য অজ্ঞাতনামাসহ মোট ১৯৫৪ জন নেতাকর্মীকে আসামি করে ‘গায়েবি’ মামলা দায়ের করেছে।  

মামলাসমূহে ইতিমধ্যে ৩০ জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং একইসাথে অজ্ঞাতনামা আসামি থাকার সুযোগে যে কাউকে হয়রানি ও গ্রেফতার বাণিজ্য চালিয়ে হাজার হাজার নেতাকর্মীকে বাড়িছাড়া করা হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।  

নগরীর কোথাও বিএনপি’র নেতাকর্মীরা একত্রিত হওয়া তো দূরের কথা- তাদের স্বাভাবিক ব্যক্তিগত নাগরিক জীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। দলীয় কার্যালয়সমূহ তালাবদ্ধ থাকছে। কার্যালয়ের ফটকে পুলিশ পাহারা বসিয়ে রাখছে। এ অবস্থায় নির্বাচনের প্রস্তুতি কাজ পুরোদস্তর ব্যাহত হচ্ছে। এটি সরকারের বিরোধী দলকে সম্পূর্ণ কোনঠাসা বা লাপাত্তা করে একতরফা নির্বাচনের ষড়যন্ত্রকে বাস্তবায়নের নীলনকশায় নির্বাচন কমিশন এই দুরাবস্থার অবসানে কার্যকর ব্যবস্থা না নিলে সব দলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ অর্থবহ নির্বাচনের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না, বলা হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি দেওয়ার সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, একরামুল হক হেলাল, আনজিরা খাতুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।