শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (২৭ অক্টোবর) ভোর পর্যন্ত গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার করমদী কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মীদের আটক করে।
ওসি জানিয়েছেন, বিএনপি জামায়াতের ২ শতাধিক নেতাকর্মী করমদী-কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী বৈঠক করছে।
তবে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের অভিযোগ, সন্ধ্যারাত থেকেই পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।
তিনি বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানান।
এদিকে মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আরএ