শনিবার (২৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এবং দুপুরে কোটালীপাড়ায় ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে।
সকালে জাতির পিতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
দুপুরে কোটালীপাড়া উপজেলার ৫০ জন খামারিদের মধ্যে গরু ক্রয়ের জন্য প্রত্যেককে দুই লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করেন তিনি।
এ সময় মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাহার আলী, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমির মহা-পরিচালক শেখ মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসআরএস