ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালাবে জাতির জনক পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালাবে জাতির জনক পরিষদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শওকত। ছবি: বাংলানিউজ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অনলাইন জাতির জনক পরিষদ। পাশাপাশি সংগঠনের পোর্টালে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সব তথ্যচিত্রও তুলে ধরা হবে।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ  ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শওকত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অনলাইন জাতির জনক পরিষদের নেতারা।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী। তৃণমূল বাসিন্দাদের চিঠির খোঁজে এখন আর মাইলের পর মাইল হেঁটে বেড়াতে হয় না। ইচ্ছে হলেই ভিডিও কল করে সামান্য ব্যয়ে প্রবাসী স্বামী, ভাই ও সন্তানের সঙ্গে কথা বলা যায়। তথ্যপ্রযুক্তির এই ঈর্ষণীয় উন্নয়ন এসেছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।

বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ অনলাইন জাতির জনক পরিষদ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে অনলাইনে বাংলাদেশের ‘উন্নয়ন কর্মকাণ্ড’ প্রচারের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের উন্নয়ন চিত্র বাংলাদেশ অনলাইন জাতির জনক পরিষদের পোর্টালে প্রচারিত হবে। গোটা দেশে এ সংগঠনের সদস্যরা ও স্বেচ্ছাসেবক এ প্রচারণা কর্মকাণ্ডে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ নজরুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, অর্থ সম্পাদক আল আমিন ঠাকুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দুরুল হুদা, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।