ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইনুকে বর্জনের দাবিতে কুষ্টিয়ায় আ’লীগের সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ইনুকে বর্জনের দাবিতে কুষ্টিয়ায় আ’লীগের সভা  আওয়ামী লীগের সভা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ইনুকে বর্জনের দাবিতে মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ যৌথসভা করেছে। 

রোববার (২৮ অক্টোবর) দিনব্যাপী মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ভেড়ামারা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, রবিউল হক রবি, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মালিথা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।

 

ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু বলেন, ‘গণবাহিনীর নেতা, কুখ্যাত সন্ত্রাসী জাসদের নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আমাদের লড়াই। তাকে হারিয়ে এই ভেড়ামারা-মিরপুরে আওয়ামী লীগের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের এ লড়াই। ’

আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম রানা অ্যাডভোকেট বলেন, ‘যে নৌকায় ভোট দিলে ইনু এমপি হবে আমরা সেই নৌকায় ভোট দেবো না। আমরা চাই জাসদের ইনু না আওয়ামী লীগের এমপি। ’ 

জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘মিরপুর-ভেড়ামারায় ইনু সাহেব আজ মাঠে-ঘাটে-গ্রাম-পাড়া ও মহল্লায় আওয়ামী লীগকে নিঃশেষ করে তার জাসদ কায়েম করার পাঁয়তারা করছেন। যে নির্যাতন চালাচ্ছেন তার প্রতিকার দরকার। ’ 

ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি শামিমুল ইসলাম ছানা বলেন, ‘আজকে হাসানুল হক ইনুর গুণ্ডা বাহিনীর বিরুদ্ধে মিরপুর-ভেড়ামারার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। ’ 

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু বলেন, ‘আমরা জাসদ নয়, আওয়ামী লীগের এমপি চাই। প্রয়োজনে আমরা আওয়ামী লীগ থেকে একযোগে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাসদের পরাজয় নিশ্চিত করবো। ’  

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, ‘২০০৮ সালে ইনু সাহেব নৌকায় নির্বাচন করে এমপি হয়েছেন। জীবনে কখনো উনি স্বপ্নে দেখেননি, ভাবেনওনি এমপি হবেন। ছেঁড়া কাথায় শুয়ে উনি কোটিপতি হয়েছেন। কারণ  ১ লাখ ৭০ হাজার ভোট পেয়েছেন তা উনি কোনোদিন ভাবেনওনি। আর ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতারা দয়া করেছে। এবার আমরা দেখাবো, আসতে হবে মাঠে, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা নৌকার বিরুদ্ধে নয়, তার মতো নৌকার মাঝির বিরুদ্ধে লড়াই করবো।  

সভাপতির বক্তব্যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ‘মিরপুর-ভেড়ামারায় যারা ইনুর পক্ষে নির্বাচন করবে আমরা তাদের দল থেকে বহিস্কার করবো। ’

‘এসময় ইনুকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি আমাদের নেতাকর্মীদের ওপরে অত্যাচার নির্যাতন করেছেন, তার প্রতিবাদের জন্যই আমরা সোচ্চার হয়েছি। আগামী নির্বাচনে আপনার পরাজয় নিশ্চিত করবো। ’ 

বর্ধিত সভায় মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।