সোমবার (২৯ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমাদের নেত্রীর পক্ষ থেকে বলতে চাই, শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ হয় না, বন্ধ থাকে না।
কাদের বলেন, তারা আমাকেও একটা চিঠি দিয়েছেন। সেটা অবশ্য গণফোরাম সাধারণ সম্পাদক দিয়েছেন। সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বরাবর অবাধ সুষ্ঠু নিপরপেক্ষ ও সবার অংশগ্রহণ মূলক নির্বাচনের লক্ষ্যে আমাদের সঙ্গে সংলাপের প্রত্যাশায় তারা চিঠি দিয়েছে। যার সঙ্গে সাত দফা প্রস্তাব এবং ১১টি লক্ষ্য সংযুক্ত করে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা চাপের মুখে নতি স্বীকার করিনি। আমাদের পক্ষ থেকে আমরা কাউকে সংলাপে ডাকিনি। তবে তারা সংলাপ করতে চান। ঐক্যফ্রন্ট নেতাদের সংলাপ বিষয়ে দরজা বন্ধ করে দিতে চান না, তিনি (শেখ হাসিনা) সেকথা বলেছেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এতে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চিঠি পেয়েছি। আমরা আলোচনা করবো।
এ সময় মন্ত্রীদের কেউ কেউ বিরোধীতা করে বলেন, আমরা বলেছিলাম আলোচনা করবে না। এ আলোচনা করা কি ঠিক হবে। তবে দুই একজন দ্বিমত করলেও অধিকাংশই আলোচনা করার পক্ষে মত দেন।
প্রধানমন্ত্রী বলেন, তারা (ঐক্যফ্রন্ট নেতারা) যেহেতু চিঠি দিয়েছে। আমরা আলোচনা করবো, সমস্যা কি।
রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ প্রস্তাবের চিঠি পৌঁছে দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আওম শফিকুল্লাহ।
**সংলাপের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে ড. কামালের চিঠি
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসকে/এসএইচ