সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যার আগে এ নির্দেশনা পৌঁছায় বলে বাংলানিউজকে জানান তিনি।
জেলার বলেন, ডিভিশনের বিষয়ে আদালতের যেসব নির্দেশনা রয়েছে তার সবই তাকে (মইনুল হোসেন) দেওয়া হবে।
আরও পড়ুন>> ডিভিশনে যে সুবিধা পাবেন মইনুল হোসেন
এর আগে সোমবার হাইকোর্ট মইনুলকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেওয়ার পর যোগাযোগ করা হলে জেলার মাহবুব আলম বাংলানিউজকে বলেন, ‘তার ডিভিশন হয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখছি। তবে এখনো আমাদের হাতে আদালতের নির্দেশনার কোনো কপি আসেনি। এলেই ডিভিশন দেওয়া হবে। ’
তার (জেরার) সঙ্গে কথা বলে জানা যায়, ডিভিশন সুবিধা নিশ্চিত হলে মইনুল হোসেনকে সাধারণ ওয়ার্ড থেকে একটি রুমে নেওয়া হবে। সেখানে খাটের পাশাপাশি চেয়ার-টেবিলও থাকবে। খাবার পরিবেশনেও তাকে সুবিধা দেওয়া হবে।
আদালতের নির্দেশনার কপি কারাগারে আসার সঙ্গে সঙ্গেই মইনুলকে ডিভিশন দেওয়া হবে বলেও জানান জেলার।
গত ১৬ অক্টোবর দিনগত মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে আলোচকদের একজন ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি। সেই টক-শোতে মাসুদা ভাট্টির প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল বিরূপ মন্তব্য করেন।
এর জের ধরে ২১ অক্টোবর ঢাকায় মাসুদা ভাট্টি নিজে মানহানির একটি মামলা করেন। একইসঙ্গে রংপুরসহ সারাদেশে আর কয়েকটি মামলা হয়। রংপুরের ওই মানহানির মামলায় সম্প্রতি মইনুলকে গ্রেফতার করা হয়।
এরপর মইনুল তার ডিভিশনের জন্য আবেদন করলে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট তাকে এ সুবিধা দেওয়ার নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এজেডএস/জেডএস