ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
খালেদার রায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি-বাংলানিউজ

পাবনা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে আইনের শাসন রয়েছে বলেই খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রীরও দুর্নীতির মামলায় শাস্তি হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এ রায় একটি যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে। 

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে পাবনা সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণে করতে ব্যর্থ হয়েছেন।

খালেদা জিয়া আইনের চোখে দোষী সাব্যস্ত হয়েছেন। এ রায়ে প্রমাণ হয়েছে, যে যত বড় প্রভাবশালী নেতাই হন না কেন, বাংলাদেশে অপরাধ করে পার পাওয়া যায় না।  

আদালতের রায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলন বা নাশকতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বা জ্বালাও পোড়াওয়ের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন হানিফ।  

পরে তিনি পাবনার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালাতে বলেন তিনি। দুপুরে কুষ্টিয়ার চর ভবানিপুর-হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।  

প্রসঙ্গত, সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।