ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপ পরবর্তী আন্দোলনের প্রস্তুতির আহ্বান মোশাররফের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
সংলাপ পরবর্তী আন্দোলনের প্রস্তুতির আহ্বান মোশাররফের বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে নেতাকর্মীরা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। এ ধরনের কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।  

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

ড. মোশাররফ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।

যারা আজ সংলাপে বসবেন তাদের আমরা চিনি। আমাদের ধোঁকা দেবেন তা হবে না।  

তিনি সংলাপ পরবর্তী আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। কারণ তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগকে আমরা চিনি। তার সংলাপে সব কিছু দিয়ে দেবে না।           

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে গণঅনশনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সকাল ১০টায় শুরু হয়ে এ কর্মসূচি চলে বিকেল সোয়া ৩টা পর্যন্ত।

সভাপতির বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মির্জা ফখরুলসহ নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।