ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ড. কামালকে দত্তক নিয়েছে বিএনপি’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
‘ড. কামালকে দত্তক নিয়েছে বিএনপি’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, বিএনপি ড. কামাল হোসেনকে দত্তক নিয়েছে। তিনি আওয়ামী লীগের প্রাক্তন নেতা। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বহরে না গিয়ে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার ছায়াতলে চলে আসুন। 

শুক্রবার (২ নভেম্বর) ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের এসসি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।  

আলাউদ্দিন নাসিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আজ ১০ বছর ক্ষমতায় আছে।

ফেনী জেলাকে এখন শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। সোনাগাজীতে বঙ্গবন্ধু শিল্প নগরী গড়ে উঠছে। ৩০ হাজার একর জায়গার ওপর নির্মিত এই শিল্প নগরীতে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে।  

তিনি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশংসা করে বলেন, নিজাম হাজারীর নেতৃত্বে আজ উন্নয়নের জোয়ার বইছে। ফেনী-২ আসনে নিজাম হাজারীর চেয়ে যোগ্য আর কেউ নেই। শেখ হাসিনা যোগ্যতার মূল্যায়ন করেন। আমার বিশ্বাস আগামী নির্বাচনে নিজাম হাজারীকে নৌকার পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে।  

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, যারা আজ স্রোতের বাইরে আছেন তারা স্রোতে শামিল হোন। ফেনী জেলায় যারা বিএনপি করেন তারা খুব বুদ্ধিমান। সুতরাং আমাদের কাতারে শামিল হোন। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। নিজাম হাজারী আপনাদের ছায়া দেবে।

সভায় আলাউদ্দিন নাসিমকে উদ্দেশ্য করে নিজাম হাজারী বলেন, আপনি ফেনী ১ ও ২ আসন থেকে নির্বাচন করুন। আমরা আপনাকে ইনশাল্লাহ নির্বাচিত করবো।

নিজাম হাজারী বিশৃঙ্খলা চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগ মুহূর্তে আমাদের কর্মীদের ওপর যদি কোনো রকম হামলা করা হয়, তাহলে কঠোর হাতে দমন করা হবে।  

স্কুল পরিচালনা কমিটির সভাপতি এমএ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, এফবিসিআইর পরিচালক শমী কায়সার, খায়রুল বাশার তপন, দিদারুল কবির রতন, করিম উল্যাহ, আবু সুফিয়ান, একে শহীদ উল্যাহ খোন্দকর, মমিনুল হক ভূঞা, নূর নবী ভূঞা, দিদারুল ইসলাম দিদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।