ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ধানের শীষের গণসংযোগে হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
লক্ষ্মীপুরে ধানের শীষের গণসংযোগে হামলার অভিযোগ

ঢাকা: আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণসংযোগ করার সময় হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। 

রোববার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জামতলী বাজারে এ হামলা হয় বলে দাবি করছে এলডিপি।
 
শাহাদাত হোসেন সেলিম বাংলানিউজকে বলেন, আমিসহ নেতাকর্মীরা জামতলী বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলাম।

এসময় কতোগুলো মোটরসাইকেলে এসে নৌকার স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা করে। তারা আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালায়। এসময় উপজেলা ছাত্রদল সভাপতি শেখ ফারুক, কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের, ফরিদুল আলম বাবলু, ছাত্রদল নেতা সম্রাট, হাবিব ও আতিয়ার আহত হয়েছেন। তাদের রামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সেলিম আরও বলেন, এর কিছুক্ষণ পরই জামতলী বাজারের কাছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।  হামলার সময় ড. মামুনের মা বাড়িতে ছিলেন।
 
এদিকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।