ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশবাসী আগুন-সন্ত্রাস ভোলেনি: ফিরোজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
দেশবাসী আগুন-সন্ত্রাস ভোলেনি: ফিরোজ পথসভায় বক্তব্য রাখছেন ফিরোজ রশিদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ বলেছেন, বিএনপি-জামায়াত ২০১৪ সালে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে, দেশবাসী তা এখনও ভুলে যায়নি। এটা মনে রেখেই তারা ভোট দেবে।

সোমবার (১৭ ডিসেম্বর) নির্বাচনী এলাকার ধুপখোলায় পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় কাজী ফিরোজ বলেন, অনেকে নির্বাচন বর্জনের হুমকি দিচ্ছেন।

সে হুমকিতে মহাজোট বিচলিত নয়। দেশবাসী তাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের কথা ভুলে যায়নি। দেশবাসী সজাগ আছে। কোনো ধরনের ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না।

পথসভায় কাজী ফিরোজ জনগণের উদ্দেশে বলেন, নির্বাচনে শেখ হাসিনা এবং এরশাদের মার্কা লাঙল। এ মার্কায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন অ‍ার দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসীদের স্থান হবে না। তাই অ‍াগামীতে লাঙল প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে।

পথসভায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফিরোজ রশিদ দিনব্যাপী লোহারপুল, ডিস্টিলারি রোড, দীননাথ সেন রোড, এসকে দাস রোড, রজনী চৌধুরী রোড এবং কেবি রোডে গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।