ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ভাঙচুর করা কার্যালয়। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর-১ আসনের শেখপাড়ায় দুর্বৃত্তরা বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা অফিসটি ভাঙচুর করে।

মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন বাংলানিউজকে বলেন, নির্বাচনী প্রচারণার জন্য ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় একটি অফিস স্থাপন করা হয়।

রাতে কে বা কারা অফিসটি ভাঙচুর করে। সকালে স্থানীয় নেতাকর্মীরা অফিসে গিয়ে ফোন করে আমাকে ভাঙচুরের খবর জানায়। পরে অফিসটি পরিদর্শন করেছি।  

তিনি আরও বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।