বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও বিএনপির দাবি তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।
গত ১৬ ডিসেম্বর (রোববার) আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতারা তার বিরুদ্ধে সমাবেশে বেআইনি বিস্ফোরক দ্রব্য বহন করার অভিযোগ এনে ফৌজদারি ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের তিন এর ক ধারার মামলা দায়ের করে।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হীরু বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাঙামাটি আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরএ