ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অগ্নিসন্ত্রাসকারীরা ক্ষমতায় এলে দেশ ধ্বংসের দিকে যাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
অগ্নিসন্ত্রাসকারীরা ক্ষমতায় এলে দেশ ধ্বংসের দিকে যাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্রাহ্মণবাড়িয়া: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নি সন্ত্রাস করে, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত, যারা অর্থ আত্মসাৎ করে জেলে যায়, যারা বিদেশে অর্থ পাচার করতে গিয়ে বিদেশের মাটিতে ধরা খেয়ে সাজাপ্রাপ্ত, তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে। 

তারা ক্ষমাতায় এলে দেশের কোনো উন্নয়ন হবে না। তারা মানুষের ধন-সম্পদ লুটপাট করে খাবে।

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ চলে যাবে, যোগ করেন প্রধানমন্ত্রী।  

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা স্বাধীনতাবিরোধীদের বিচার করেছি। দেশকে টিকিয়ে রেখেছি। দেশকে এগিয়ে নিয়েছি। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদ দিয়েছি। তাদের স্বীকৃতি দিয়েছি। আমরা আরো মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার তৈরি করবো। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে এবং অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়বে উঠবে। বাংলাদেশ দারিদ্র্য মুক্ত দেশ হবে আমরা সেটাই চাই। সে কারণে আমরা নৌকায় আবার ভোট চাই। যেন আমরা সরকারের ধারাবাহিকতা বজায় রেখে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলতে পারি।  

এসময় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ২০০৮ সালে সরকার গঠনের পর থেকে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করুন। একমাত্র নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন সম্ভব হবে।

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি নির্বাচনী আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী এবাদুল করিম বুলবুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ ফযিজালাতুন্নেছা বাপ্পি এমপি প্রমুখ।
 
সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।