ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
নওগাঁয় বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি। ছবি-বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় বিএনপি নেতাকর্মী গ্রেফতার, নির্বাচনী অফিস ভাঙচুর ও গুপ্ত হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সকালে নওগাঁ শহরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি।

এ সময় তিনি বলেন, গত কয়েকদিনে নওগাঁয় বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে জেলার ৭০টিরও বেশি নির্বাচনী অফিস। শুধু তাই নয়, বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে মারপিট করে আহত করা হয়েছে। এসব বিষয়ে পুলিশ ও নির্বাচন অফিসে বারবার জানানো হলেও কোনো 
পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরো অভিযোগ করেন, জেলার মধ্যে মান্দা উপজেলার চিত্র আরও ভয়াবহ। সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে ধানের শীষের সব ব্যানার, ভেঙে ফেলা হয়েছে সব নির্বাচনী অফিস।
কিছু উপজেলায় হেলমেট বাহিনী তৎপর হয়ে উঠেছে। তারা রাতের অন্ধকারে বিএনপি নেতাকর্মীদের তুলে নিয়ে পা-হাত ভেঙে দিচ্ছে।  

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী আলমগীর কবীর ও নওগাঁ-৩ আসনের প্রার্থী আরিফিন সিদ্দিকী জনি উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।