ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভয়-বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ভয়-বাধা উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন: সাকি নির্বাচনী গণসংযোগকালে জোনায়েদ সাকি

ঢাকা: সহিংসতার মাধ্যমে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে মানুষকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখার ষড়যন্ত্র চলছে অভিযোগ করেছে ঢাকা-১২ আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ভয়-বাধা উপেক্ষা করে সর্বসাধারণকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-১২ সংসদীয় আসনের ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডের মগবাজার, মধুবাগ, পেয়ারাবাগ ও মীরেরবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন কোদাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকি।

গণসংযোগকালে জোনায়েদ সাকি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আরেক নির্বাচন কমিশনারের বক্তব্যকে মিথ্যা বলার মাধ্যমে তার নিজের দলীয় আনুগত্যই প্রমাণ করেছেন।

প্রতিদিন বিরোধী প্রার্থীদের ওপর হামলা-মামলা-গ্রেফতার-হয়রানি চলছে। গতকাল (বুধবার) রাতে মগবাজার এলাকায় ফেস্টুন লাগাতে গেলে এমনকি দায়িত্বরত পুলিশ আমাদের কর্মীদের সরাসরি বাধাপ্রদান এবং গ্রেফতারের হুমকি দেয়। দেশব্যাপী এই পরিস্থিতি কোনোভাবেই নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করছে না। কার্যত নির্বাচনের মাঠ ভীষণভাবে অসমতল, একতরফা। এই পরিস্থিতি পরিবর্তনে নির্বাচন কমিশনের যা করণীয় তা না করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে অসত্য বলা নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার সদিচ্ছাকেই আবারো প্রশ্নবিদ্ধ করেছে।

বগুড়া-৪ আসনের প্রার্থী হিরো আলমের বিষয়ে নির্বাচন কমিশন সচিবের বক্তব্যের সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিকেরই আইনের আশ্রয় নেবার অধিকার একটা সাংবিধানিক অধিকার। এই অধিকারকে ব্যঙ্গ করে ‘হাইকোর্ট দেখানোর’ কথা বলে তিনি নাগরিক হিসেবে হিরো আলম ও হাইকোর্ট উভয়কেই অপমানিত করেছেন এবং নাগরিকের সাংবিধানিক অধিকারকে তামাশায় পরিণত করেছেন। এগুলো ক্ষমতার বাহাদুরি ছাড়া আর কিছু নয়।

সব শ্রেণীর জনমানুষের প্রতি আহ্বান জানিয়ে গণতান্ত্রিক বামজোট সমর্থিত এই প্রার্থী আরো বলেন, বিভিন্ন স্থানে সহিংসতা করে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে রেখে মানুষকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখার ষড়যন্ত্র চলছে। সমস্ত ভয়-বাধা উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে আসুন। কোদাল মার্কায় স্বতস্ফূর্তভাবে আপনাদের ভোট প্রদান করুন।  

গণসংযোগকালে জোনায়েদ সাকির সঙ্গে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, বাচ্চু ভূইয়া, তাসলিমা আখতার, বেলায়েত হোসেন, ইমরাদ জুলকারনাইন, মুসা কলিমুল্লাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।  

এ সময় প্রার্থীর নির্বাচনী প্রতীক কোদাল, কোদালের ছবি, ফেস্টুন, প্ল্যাকার্ড ও প্রচারপত্র এবং মাইক সহযোগে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রচার মিছিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।