ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেন্দিগঞ্জে ধানের শীষের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
মেহেন্দিগঞ্জে ধানের শীষের প্রার্থীর ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জে এম নুরুর রহমানের ওপর হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়েজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ২০ দলীয় জোট তথা বিএনপি মনোনীত একজন প্রার্থী হয়েও জে এম নুরুর রহমান নির্বাচনী মাঠে সম অধিকারে নির্বাচনী কর্মকাণ্ড, প্রচার-প্রচারণা চালাতে পারছে না।

আওয়ামী মহাজোটের প্রার্থী বর্তমান ক্ষমতাসীন দলের এমপি পংকজ নাথ তার প্রশাসনিক ক্ষমতার আশ্রয়ে লালিত পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাট থানা এলাকায় নির্যাতন-অত্যাচার চালিয়ে একচেটিয়া নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।  

লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম লাবু বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলতে চাই, বরিশাল-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা, এখানে আমাদের দলীয় নেতাকর্মী, সদস্য, সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ অত্যাচার করে বাড়িছাড়া করা হচ্ছে। প্রার্থীসহ কেউ এলাকায় নির্বাচনী প্রচারণা করতে পারছে না। বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলাসহ ‍পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি করানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে মেহেন্দিগঞ্জ বন্দরে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী জে এম নুরুর রহমানের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও যুবলীগ। তার ওপর হামলা চালিয়ে পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রার্থীর তিনটিসহ ৮/১০টি মোবাইল লুটে নেয় হামলাকারীরা। পাশাপাশি প্রচার-প্রচারণায় নামার আগে প্রার্থী জে এম নুরুর রহমান বিএনপি নেতা আফসার হোসেন আলমের যে বাড়িতে ছিলেন সেই বাড়িও ভাঙচুর করা হয়। হামলার পর গুরুতর অসুস্থ অবস্খায় রাতে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরেও মেহেন্দিগঞ্জের উলানিয়ায় আমাদের কর্মী রুবেলের ওপর হামলা চালানো হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ থেকে পরিত্রাণ চাই আমরা। আমরা পুলিশ, রিটার্নিং কর্মকর্তাদের কাছেও অভিযোগ জানিয়েছি।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দফতর সম্পাদক রাজু আহমেদ, হিজলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পংকজ নাথ দাবি করেন, তাদের অভ্যন্তরীণ সংঘর্ষে জে এম নুরুর রহমান আহত হয়ে থাকতে পারেন। এখানে আওয়ামী লীগের কারো জড়িত থাকার সুযোগ নেই।  

অন্যদিকে প্রার্থী জে এম নুরুর রহমানের পা ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরিশাল শের –ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ইউনিটের চিকিৎসক ডা. মনিরুজ্জামান শাহিন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।