ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিরোধী দলশূন্য ফিল্ড তৈরি করতে সরকার ষড়যন্ত্রে লিপ্ত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
‘বিরোধী দলশূন্য ফিল্ড তৈরি করতে সরকার ষড়যন্ত্রে লিপ্ত’ পথসভায় ড. খন্দকার মোশাররফ হোসেন-ছবি-বাংলানিউজ

কুমিল্লা: বিরোধী দলশূন্য নির্বাচনী ফিল্ড তৈরি করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ ও ২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে পথসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে সরকার ভীত।

তারা ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে ভিন্ন পথ খুঁজছে। সরকার জনগণনির্ভর না হয়ে, আমলা ও পুলিশনির্ভর হয়ে পড়েছে। ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে বিরোধী দলশুন্য নির্বাচনী ফিল্ড তৈরি করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ’

তিনি বলেন, ‘জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা নেই। এই দলটি ক্ষমতায় থেকে নির্যাতন, লুটপাট, দুর্নীতিসহ নানা কুকর্ম করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছে। জনগণের কাছে ভোট চাওয়ার মতো সৎসাহস তাদের নেই। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না। ’

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের প্রার্থী ও নেতাকর্মীদের আওয়ামী লীগ নানাভাবে হেনস্থা করছে, ভয়-ভীতি দেখাচ্ছে। ধানের শীষের পক্ষে জনগণ জেগে উঠেছে, আমলা ও পুলিশকে দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি জরুরি। অথচ তা এখনও করা হয়নি। সরকারি দলের এমপি-নেতাদের নির্দেশে প্রশাসন চলছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে। ’

তিনি অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য ইসির হস্তক্ষেপ কামনা করেন।

ড. মোশাররফ বলেন, ‘দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান। জনগণ এই ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণ চায়, পরিবর্তন চায়। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ধানের শীষ জনগণের নির্ভরতার প্রতীক। দেশের সব শ্রেণি-পেশার মানুষ এখন ধানের শীষে সমবেত হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনের পর জনগণ ধানের শীষ প্রতীকের সরকার ক্ষমতায় দেখতে চায়। ’ 

ড. মোশাররফ ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ভোটের পর গণনা পর্যন্ত আপনারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করবেন।  

গণসংযোগকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, আব্দুল অদুদ মুন্সী, আব্দুল মতিন ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।