ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড. কামালের বিরুদ্ধে উস্কানির অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ড. কামালের বিরুদ্ধে উস্কানির অভিযোগ নির্বাচনী গণসংযোগে কাজী ফিরোজ রশিদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ।

তিনি বলেন, ‘ভোটের দিন জনগণকে লাঠি নিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার কথার নামে ড. কামালের বক্তব্য রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তিনি স্বাধীনতাবিরোধীদের পরামর্শে চলছেন এবং তাদের নীলনকশা বাস্তবায়নে কাজ করছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কাজী ফিরোজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে অভিযোগ করে এসব কথা বলেন।  

তিনি আরো বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু অপশক্তিগুলো জনগণের ভেতর ভয়ভীতি সৃষ্টি করছে। কারণ তারা জানে মহাজোট সরকার দেশে যে পরিমাণে উন্নয়ন করেছেন, তাতে দেশবাসী বিপুল ভোটের মাধ্যমে মহাজোট সরকারকে পুনরায় বিজয়ী করবে।  

এ সময় স্থানীয় জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।