শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, গ্রেফতার আবু সাঈদের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আবু সাঈদ জামায়াতের যশোর জেলা পশ্চিমের নায়েবে আমীর। তিনি ইতোপূর্বে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জোটের শরিক হিসেবে জামায়াতের মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলামকে হারিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইউজি/আরআর