ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কলারোয়ায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-বোমা হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
কলারোয়ায় আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-বোমা হামলার অভিযোগ আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগেখালি ইউনিয়নের ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।  

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, মধ্যরাতে ওফাপুরে নৌকা প্রতীকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এ সময় ৬-৭টি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে।  

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বাংলানিউজকে জানান, রাতে জামায়াত-বিএনপির লোকজন মিছিল নিয়ে এসে স্থানীয় একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের উপস্থিতিতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আটজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।