ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে বিএনপি’র নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
গৌরীপুরে বিএনপি’র নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিএনপি’র নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর রায়গঞ্জ বাজারে বিএনপি’র নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছেন ময়মনসিংহ-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসাইন।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

প্রকৌশলী এম ইকবাল হোসেইন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনভর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে গণসংযোগ শেষে রাতে স্থানীয় রায়গঞ্জ বাজারে জনসংযোগ শেষে পথসভা করার কথা ছিল।

 

কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়া নৌকা সমর্থক স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা করে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে তাণ্ডব চালায়। এখন তারা উল্টো অপপ্রচার করছে।

ইকবাল দাবি করেন, এর আগে বোকাইনগর ইউনিয়নে আমার প্রচার মাইক এবং মইলাকান্দা ইউনিয়নে প্রচার মাইক বহনকারী অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে নৌকার সমর্থকরা।  

এসব ঘটনা লিখিতভাবে জেলা রির্টানিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না। উল্টো আমার প্রচার কাজে ভীতি সঞ্চার করার জন্য সাজানো মামলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, দাবি করেন ইকবাল।

এ বিষয়ে গৌরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হাসান জুয়েল বলেন, বিএনপি’র লোকজন আওয়ামী লীগের কেন্দ্র ভাঙচুর করেছে। এই ঘটনা আড়াল করতেই তারা নিজেদের কেন্দ্র ভাঙচুরের নাটক করছে।  

অভিযোগের বিষয়ে গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপি’র কেন্দ্র ভাঙচুরের অভিযোগ পাইনি। তবে আওয়ামী লীগের কেন্দ্র ভাঙচুরের অভিযোগ পেয়েছি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।