সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এমদাদুল ভরসা বলেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মিলছে না।
একের পর এক হামলা, গ্রেফতার ও ভয়ভীতি দেখিয়ে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
ধানের শীষের এই প্রার্থী বলেন, ১১ ডিসেম্বরের পর থেকে পুলিশ ১৫ জনেরও বেশি নেতাকর্মীকে আটক করেছে। ৫টি নির্বাচনী অফিস ভাঙচুর করাসহ মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিলছে না।
রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল ভরসা বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়। তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।
সংবাদ সম্মেলনে পীরগাছা উপজেলার বিএনপি নেতা নাজির হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এমদাদুল হক ভরসা।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আরআইএস/