ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহাজোটের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
মহাজোটের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা জিয়াউল হক মৃধা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোটের নামে প্রচারণার দায়ে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মোর্শেদ এ জরিমানা করেন।

বাংলানিউজকে এটিএম মোর্শেদ জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে একটি লিখিত আদেশ পাই।

পরে আমরা সরেজমিনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীক অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার বিভিন্ন পোস্টারে মহাজোট প্রার্থী লেখা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি পাওয়া যায়। এমন প্রমাণ সংগ্রহ করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে তলব করা হয়। বিকেলে তার প্রতিনিধি এলে মহাজোটের প্রার্থী হিসেবে তিনি কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি।

পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করাসহ বিভিন্ন স্থানে সাটানো পোস্টার-ব্যানার খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।