ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রবের ৪ নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
রবের ৪ নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা রবের একটি নির্বাচনী কার্যালয়/ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের চারটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বিএনপি ও জেএসডির ছয় নেতাকর্মীকে। এসব ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আলাদা দু’টি অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে কমলনগরে রবের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ করা হয়েছে দলের পক্ষ থেকে।  

ক্ষতিগ্রস্ত নির্বাচনী কার্যালয়গুলো হলো- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার ও রহিমগঞ্জ বাজারের কার্যালয়, চর কাদিরা ইউনিয়নের রব বাজার ও ফজুমিয়ার হাট কার্যালয়।

আটকরা হলেন- আবদুজ জাহের, জাহাঙ্গীর আলম, নাছির, সাবীর আহাম্মদ মিয়া, আবদুস সহিদ, ও  খলিলুর রহমান। তারা বিএনপি ও জেএসডির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও ধানের শীষের পলিং এজেন্ট অধ্যক্ষ আবদুল মোতালেব লিখিত অভিযোগে উল্লেখ করেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিনা পরোয়ানায় তাদের ছয়জন নেতাকর্মীকে আটক করা হয়। দুপুরে ৪০/৫০জন দুর্বৃত্ত চারটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জড়িতদের গ্রেফতার করতে বলা হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।