ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে বিএনপির ১৯ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
গৌরনদীতে বিএনপির ১৯ নেতাকর্মী আটক

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৯ নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত থেকে শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত উপজেলার শরিকল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল-১ আসনের বিএনপিপ্রার্থী এম জহিরউদ্দিন স্বপন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে আকস্মিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় তল্লাশি চালিয়ে কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির সাজ্জাদ হান্নানসহ ১৯ নেতাকর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।