ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গায়েবি ভোটে জিতেছে আওয়ামী লীগ: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
গায়েবি ভোটে জিতেছে আওয়ামী লীগ: রিজভী সংবাদ সম্মলনে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: আওয়ামী লীগ মানুষের ভোটে জেতেনি দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা গায়েবি ভোটে জয়ী হয়েছে। এখন শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন গভর্নমেন্ট তৈরি হবে তা হবে ‘গভর্নমেন্ট অব দি বিজিবি বাই দি র‌্যাব এবং ফর দি পুলিশ’।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচনে ডাকাতির মাধ্যমে জনগণকে এরা (আওয়ামী লীগ) ক্রমান্বয়ে উপহাস করছে।

আওয়ামী লীগ নেতারা এখন চাপাবাজি ও গলাবাজির জোরে ভোট জালিয়াতির ঘটনা আড়াল করতে চাচ্ছেন। কিন্তু দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে কিছুই এড়িয়ে যায়নি। গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচন ১৯৭৩ সালের নির্বাচনের চেয়েও কুৎসিত।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর (২০১৮ সাল) দিনগত রাতে মানবশূন্য কেন্দ্রে ভোট জালিয়াতির নির্বোধ উল্লাসে মেতে উঠে আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডাররা। ৩০ ডিসেম্বর ভোটের দিন গণতন্ত্রের ওপর ধেয়ে এলো মহাদুর্যোগ। এদিন বিশ্ববাসী শঙ্কা নিয়ে দেখলো বিজিবি-র‌্যাব-পুলিশ কর্তৃক দেশের জনগণের আত্মমর্যাদাবোধে অসম্মানের দৃশ্যটি। তারা দেখলো ভোটাধিকার বঞ্চনার শেষ দৃশ্যটি। রাতের আঁধারে কেন্দ্রে-কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকানো।  

‘এ সংবাদ নির্বাচনের আগের রাত ১১টায় আমি আপনাদের ব্রিফ করে জানিয়েছিলাম। মিথ্যা জয়ের জন্য ভোট জালিয়াতি করতে পানির মতো টাকা খরচ করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর পেছনে। তারাই একতরফা নির্বাচনের মুখ্য দায়িত্ব পালনকারী হিসেবে কাজ করেছে। ’

বাংলাদেশে আর গণতন্ত্রের গৌরবোজ্জ্বল যুগ সৃষ্টি হলো না উল্লেখ করে রিজভী বলেন, নির্বাচনের পরে মর্মস্পর্শী শ্বাসরোধী ঘটনা ঘটেছে নোয়াখালীতে। সেখানে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে শ্লীলতাহানি করা হয়। আওয়ামী লীগের ১০-১২ জন কর্মী নোয়াখালীর সুবর্ণচর এলাকার মধ্যব্যাগারে ওই সিএনজি চালকের স্ত্রীকে নৌকা মার্কায় ভোট দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হলে মহিলাটি সবার সামনে ধানের শীষে সিল দেন। এরপর একইদিন রাত ১০টার দিকে সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে ওই বাড়িতে ঢুকে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে রাতভর নির্যাতন করে ঘরের পাশে ফেলে যায়।

এটি শুধু একজন ব্যক্তিকেই পৈশাচিক নির্যাতনে শ্লীলতাহানি নয়, এটি জনগণের ভোটাধিকারকেই শ্লীলতাহানি করা হলো বলেও মন্তব্য করেন রিজভী।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ অতীতে কখনও ক্ষমতায় আসেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, স্বাধীনতার পর থেকে জনগণের ভোটে কখনোও আওয়ামী লীগ নির্বাচিত হয়নি। এবারও আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য নির্বাচিত হয়নি, বরং প্রত্যেক এলাকার উপজেলার ইউএনও-থানার ওসি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপরেও যারা বলছেন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে তারা হয় উৎকোচ গ্রহণ করেছেন, না হলে জ্ঞানপাপী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।