বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে যান তিনি।
বিএনপির মহাসচিব অসুস্থ সালাহ্উদ্দিন আহমেদের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
সালাহ্উদ্দিন আহমেদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সালাহ্উদ্দিন আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাজোট থেকে মনোনয়ন পাওয়া লাঙল প্রতীকের সৈয়দ আবু হোসেন বাবলা। ভোটের দিন সকাল সাড়ে ৯টায় শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে প্রতিপক্ষ নেতাকর্মীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হলে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমএইচ/এএ