শুক্রবার (০৪ জানুয়ারি) এ সংসদ সচিবালয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম (৬৭) মৃত্যুবরণ করেন।
শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় ব্যাংকক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায় আনা হবে।
দেশে না থেকেও গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে নৌকা প্রতীকে জয়ী হন। ১ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে শপথের জন্য সময় চেয়েছিলেন ব্যাংককে চিকিৎসাধীন সৈয়দ আশরাফ।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসএম/এসএইচ