ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দায়বদ্ধতা আগের চেয়ে অনেক বেশি: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
দায়বদ্ধতা আগের চেয়ে অনেক বেশি: পরিকল্পনামন্ত্রী নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: আমাদের দায়বদ্ধতা আগের তুলনায় অনেক বেড়েছে। কেননা দেশের জনগণ আমাদের যেভাবে বিজয়ী করেছেন, তাতে বোঝা যায় আমাদের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি। তাই এখন আমাদের একটাই লক্ষ্য দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নের সন্ধ্যাইল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেন, কোনো অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

২০০১ সাল মানুষ আর দেখতে চায় না। যেহেতু দেশবাসী আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই, আমাদের এখন একটাই লক্ষ্য, তা হচ্ছে সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশা পূরণ করা। এজন্য আমরা দেশবাসীর সহযোগিতা চাই।

এবারের নির্বাচনে বিপুল ভোট তাকে নির্বাচিত করায় কুমিল্লা-১০ আসনের সব মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মুস্তফা কামাল।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌরসভা মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।