ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি শিগগিরই: মন্টু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি শিগগিরই: মন্টু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোস্তফা মহসীন মন্টু/ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শিগগিরই কর্মসূচি আসছে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

তিনি বলেন, আমরা বসেছিলাম। গত নির্বাচনে যে বিপর্যয় হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ৮ জানুয়ারি আবার আমরা বসবো, বসে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

কী ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে জানতে চাইলে বলেন, কর্মসূচি এখনো তৈরি হয়নি। খুব শিগগিরই নতুন কর্মসূচি তৈরি করা হবে।          
রোববার (৬ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা বলেন।  

মোস্তফা মহসীন মন্টু বলেন, গতকাল কিছু মিডিয়া ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না। আমরা সবসময় এ নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছি। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  

‘শপথ নেওয়ার কোনো কথাই হয়নি। এটা ড. কামাল হোসেন কখনোই বলেননি। আমরা সব সময়ই বলে আসছি, এই নির্বাচন সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। অতএব শপথ নেওয়ার প্রশ্নই আসে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। ’ 

জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, ঐক্যফ্রন্ট ভাঙবে কেন, ঐক্যফ্রন্ট  ছিল, আছে, থাকবে। ঐক্যফ্রন্ট জনগণের যে দাবি জানিয়ে আসছিল, সেই দাবি অব্যাহত থাকবে।   

এর আগে দুপুর পৌনে ১২টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।  

বাংলাদেশ  সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।