ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির গণতন্ত্র জাতির কাছে হাস্যকর: এলজিআরডি মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
বিএনপির গণতন্ত্র জাতির কাছে হাস্যকর: এলজিআরডি মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপির গণতন্ত্রের কথা, গোটা দেশের মানুষের কাছে হাস্যকর। বিএনপি আমলে মানুষ নিমর্ম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে।তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। 

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নির্বাচনে হেরে বিএনপি আবোল-তাবোল বলছে।

গণতন্ত্র নিয়ে তাদের এ বক্তব্য গোটা জাতির বক্তব্য নয়।  

তিনি বলেন, সময়ের ব্যবধানে আজকে মানুষ বুঝতে পেরেছে বাংলাদেশে জাতির জনক হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিলো। আর তা ছিলো বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেওয়া।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারুক উল্লাহ কায়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান
মোহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।