ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে দেশি অস্ত্রসহ শিবিরের ৩ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
মাদারীপুরে দেশি অস্ত্রসহ শিবিরের ৩ নেতা আটক আটক তিনজন। ছবি-বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে দেশি অস্ত্র, হাতবোমা ও জিহাদি বইসহ শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার সৈয়দারবালী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন ও রাজৈর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান খালাসি।

 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, তিন শিবির নেতা সৈয়দারবালী এলাকার এক বাসায় ভাড়া থেকে গোপনে চাঁদা তুলে আসছিলেন। নাশকতার পরিকল্পনাও করছিলেন তারা। খবর পেয়ে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, হাতবোমা, জিহাদি বই, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও চাঁদা তোলার রশিদ বই উদ্ধার করা হয়। তাদের নামে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।