ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ পোড়ানো দল যেনো আর ক্ষমতায় না আসে: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
মানুষ পোড়ানো দল যেনো আর ক্ষমতায় না আসে: তথ্যমন্ত্রী বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ

ঢাকা: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা যেনো আর ক্ষমতায় না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

আওয়ামী মোটর চালক লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন হিসেবে উল্লেখ করে ১৪ বছরের সংগ্রামের জন্য অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যখন মোটর চালকদের রাতে গাড়ি চালানোর পর দিনে বিশ্রামের জন্য নির্দেশ দিয়েছেন, তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে একশ’ জনেরও বেশি মোটর চালককে পুড়িয়ে হত্যা করেছে।

‘চট্টগ্রামে নিরীহ সিএনজি চালক, থেমে থাকা ট্রাক চালকসহ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস কাজ যারা করে, তাদেরকে কোনোভাবেই জনগণ গ্রহণ করতে পারে না’, বলেন হাছান মাহমুদ।

দেশের অর্থনীতি ও পরিবহন ক্ষেত্রে মোটর চালকদের অবদান অপরিসীম, বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল। মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানো-এ ধরনের কাজের ফল তারা ভোগ করছে’।

তাছাড়া প্রধানমন্ত্রীকে যারা তাদের অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখে, সংলাপের প্রস্তাব ভব্যহীনভাবে প্রত্যাখ্যান করে, চা-চক্রের আমন্ত্রণেও তারা সাড়া দেবেন না, এটা অস্বাভাবিক নয়, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপির) উচিত ষড়যন্ত্রের পথ ছেড়ে সরকারের সঙ্গে দেশের কাজ করা।

বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতারা সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।