ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ২৪ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি ২৪ ফেব্রুয়ারি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতির’ চিত্র তুলে ধরতে আগামী ২৪ ফেব্রুয়ারি গণআদালতের অবয়বে শুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আগামী ২৪ তারিখে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে গণশুনানি হবে।

শুনানিতে একটা আদালত থাকবে, বিচারমঞ্চ থাকবে। আমাদের স্যার ড. কামাল হোসেন বিচারক হিসেবে থাকবেন।

আ স ম আবদুর রব বলেন, গণশুনানির মাধ্যমে ভোটের ডাকাতির চিত্র বিশ্ববাসী ও দেশের জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে, তাদের (সরকার) অপকর্ম উলঙ্গ করে দেওয়া হবে।

২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৬ ঘণ্টা পর্যন্ত এ শুনানি হবে বলে জানান জেএসডি সভাপতি।

গণশুনানির স্থান এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ অথবা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের যেকোন একটিকে স্থান হিসেবে বিবেচনা করছে ঐক্যফ্রন্ট।  
আ স ম আবদুর রব আরো বলেন, গণশুনানিতে ক্ষমতাসীন জোট ছাড়া ভোটে অংশগ্রহণকারী সকল দলকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। যারা ভোটের সময় আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের, যারা অপদস্ত হয়েছেন, যারা কারাবন্দি হয়েছিলেন তাদের এই শুনানিতে আসতে বলা হবে।

আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটির একটি যৌথসভা অনুষ্ঠিত হবে বলেও জানান আ স ম আবদুর রব।  

বুধবার ড. কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারি উপস্থিত ছিলেন।  

সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছিলো গত ৩১ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।