ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে 

ঢাকা: এবারের নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। পৃথিবীর সব দেশের নির্বাচনে যারা পরাজিত হয় তারাই বিতর্ক সৃষ্টি করতে চায়। এবারের নির্বাচনে বিতর্ক করার জন্য বিভিন্ন দূতাবাসের কাছে অভিযোগ করেছে। নির্বাচন নিয়ে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, এখনও ষড়যন্ত্র থামেনি।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।

 

সভাপতিত্ব করেন সাম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

তোফায়েল বলেন, গত ১০ বছরে আমরা উন্নয়নের চরম শিখরে আরোহন করেছি। বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দু-একটি অপ্রীতিকর ঘটনা হয়ে থাকে। চকবাজারের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমাদের ভাবিয়ে তুলেছে। ঢাকাকে বাসযোগ্য করে তুলতে হবে। এজন্য আমরা অনেক বড় বড় প্রকল্প করেছি।  

তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন-সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব হারুন হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের অধ্যাপক ড. বিমান বড়ুয়া, সাবেক সচিব নাসিরউদ্দিন আহমেদ, ড. নুজহাত চৌধুরী, অধ্যাপক ড. অসীম কুমার সরকার, নাসির আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।