ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রভাব নেই খুলনায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
হরতালের প্রভাব নেই খুলনায়

খুলনা: গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের কোনো প্রভাব নেই খুলনায়। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

রোববার (০৭ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

মহানগরের পিকচার প্যালেস মোড়ে হরতাল সমর্থনে সকালে একটি সংক্ষিপ্ত মানববন্ধন ছাড়া হরতালের পক্ষে-বিপক্ষে নগরে কোনো মিছিল-সমাবেশ হয়নি।

এদিকে, হরতাল চলাকালে খুলনায় সকাল থেকেই ভারী যান চলাচল করছে। স্বাভাবিক দিনের মতোই খুলেছে দোকানপাট, মার্কেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। অফিস-আদালতে উপস্থিতি স্বাভাবিক রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হরতালে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোর থেকে রাস্তায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল চলছে। হরতালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, হরতালের কোনো প্রভাব নেই খুলনায়। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।