ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতা মকবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আ’লীগ নেতা মকবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মকবুল হোসেন বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে তিনি মরহুম মকবুল হোসেন বাবুর আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মকবুল হোসেন বাবুর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোবাবার (১৪ জুলাই) দুপুরে অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসকে/এসএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।