ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রলীগ নেতার কাছে ইয়াবা পেলো পুলিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
রাজশাহীতে ছাত্রলীগ নেতার কাছে ইয়াবা পেলো পুলিশ 

রাজশাহী: মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশিকালে ৮৪০ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) সকালে রাজশাহী মহানগরের বিনোদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ছাত্রলীগ নেতা হলেন- শেখ শিহাব উদ্দিন অনিক।

তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অনিক নগরের চণ্ডিপুর এলাকার বাবর উদ্দিন শেখের ছেলে। তার সহযোগী নূর হোসেন অভি নগরের বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভি নগরের ভাটাপাড়া মিঠুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

রাজশাহী মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নগরের বিনোদপুর এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলে। ওই চেকপোস্ট দিয়ে যাওয়ার পথে সকালে সেখানে পুলিশি তল্লাশির মুখে পড়েন ছাত্রলীগ নেতা অনিক ও তার সহযোগী অভি। এ সময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনিকের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হয়। এক পর্যায়ে তার কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সহযোগীসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি  হাফিজুর।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।