ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুজব ছড়িয়ে অস্থিতিশীলতার চেষ্টাকারীদের কঠোরভাবে দমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
গুজব ছড়িয়ে অস্থিতিশীলতার চেষ্টাকারীদের কঠোরভাবে দমন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ঢাকা: যারা ধর্মকে পুঁজি করে জঙ্গিদের মতো গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার (২৪ জুলাই) দুপুরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

  
     
গুজব ছড়ানোর বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা গুজব ছাড়াচ্ছেন, যারা ধর্মকে পুঁজি করে জঙ্গিদের মতো গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের আমরা কঠোরভাবে দমন করবো। এখানে কেউ গুজব রটিয়ে সফল হবেন না।   

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির আবাসিক নেতা রিজভী প্রতিদিন অভিযোগ করেন আমরা বানভাসি মানুষের পাশে নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এত বছর আওয়ামী লীগ ক্ষমতায়, কোথাও কেউ না খেয়ে মারা যায়নি। সিডর, আইলাসহ নানা সংকটে দুর্গত মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। কিন্তু বিএনপিকে তো পাওয়া যায়নি।  

কৃষিমন্ত্রী বলেন, আমরা সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা টিম করে বন্যাদুর্গত এলাকায় কাজ করছি। হয়তো আহামরি কিছু করতে পারছি না, কিন্তু বানভাসি মানুষের পাশে আছি। গত ১০ বছরে বিএনপি কোথাও ত্রাণ কার্যক্রম করেছে প্রমাণ দিতে পারবে না। বিএনপির অফিস থেকে দেওয়া বিবৃতি শুধু মিথ্যাচার।  

কৃষিমন্ত্রী বলেন, প্রিয়া সাহা ডিজেপিয়ারস শব্দের অর্থ জানেন? নিশ্চয়ই জানেন না। তিনি ট্রাম্পের কাছে যে সংখ্যার কথা বলেছেন, সেটা প্রমাণ করতে পারবেন? আওয়ামী লীগ কোনোদিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ গঠনেও নানা দফতরে নানা ধর্মের মানুষ মিলে কাজ করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছি।    
       
দলের তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সামনে ঢাকা সিটির নির্বাচন। এ নির্বাচনেই প্রমাণ হবে মূলত মহানগর আওয়ামী লীগ কতটা সুসংগঠিত ও শক্তিশালী। মহানগরে ওয়ার্ড ও থানার কমিটি নিয়ে অনেকের ক্ষোভ আছে। ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।  

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।