ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতি-অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর খবর ‘গুজব’ বলছেন মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
দুর্নীতি-অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর খবর ‘গুজব’ বলছেন মেয়র রাশেদ খান মেনন

ঢাকা: সম্প্রতি মেয়র সাঈদ খোকনের ডেঙ্গু বিষয়ক বক্তব্যের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ওষুধ কেনায় দুর্নীতি ও অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর ভয়াবহতার খবরকে ‘গুজব’ বলছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ যুব মৈত্রীর ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর হারকে পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করছেন।

মনে হচ্ছে দেশের মানুষের মৃত্যু তার কাছে কোনো বিষয় না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মশার ওষুধের কার্যকারিতার সাফাই গাইছেন। অথচ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, অর্থমন্ত্রী ডেঙ্গু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ডেঙ্গু ও বন্যা মোকাবিলায় সমন্বয় সভা করেছে। তারপরেও গবুচন্দ্র এই মেয়র এবং মন্ত্রীদের জন্যই মশা নিধন ও ডেঙ্গু বিষয়ে বর্তমানে এই লেজেগোবরে অবস্থা।

যুবকদের উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ে বর্তমানে দূরাবস্থায় মানুষের পাশে দাঁড়ানো যুব সমাজের কর্তব্য। অতীতেও বন্যা, কলেরা, দুর্ভিক্ষসহ যেকোনো মহামারিতে যুব রাজনৈতিক কর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছে।  

ঢাকা মহানগর যুব মৈত্রী ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে প্রচার অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকা ও বাসাবাড়িতে গিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবে। একইসঙ্গে যুব মৈত্রী বানভাসি মানুষের জন্য ত্রাণ তৎপরতা শুরু করেছে বলে বক্তারা জানান।  

যুব মৈত্রীর সহ-সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল আহাদ মিমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, তাপস দাস, মিজানুর রহমান, সুমন প্রমুখ।

যুব মৈত্রীর ডেঙ্গুবিরোধী জনসচেতনতা র‌্যালি সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমি, জাতীয় প্রেসক্লাব হয়ে পল্টনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।