ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের লাইব্রেরি ভবনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মুজাম্মেল হক সাগর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জিত মল্লিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নীলিমা জাহান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার অধিকার রক্ষার ও শোষণ মুক্তির জন্য ছাত্রদের লড়াই সংগ্রামে ছাত্র ফ্রন্টকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শন ও বিদ্রোহী কবি কাজী নজরুলের বিদ্রোহী চেতনা ধারণ করে ছাত্রদেরই এ বৈষম্যের অচলায়তন ভাঙতে হবে।  

বক্তারা বিএম কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে জোরদার ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

সভা শেষে রবীন্দ্র-নজরুল স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  

পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখায় মুজাম্মেল হক সাগরকে সভাপতি, সাগর দাস আকাশকেসহ সভাপতি ও অন্বেষা দাস প্রমিকে সাধারণ সম্পাদক করে ১৪জন সদস্য বিশিষ্ট ষষ্ঠ কলেজ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে, অনুষ্ঠানের শুরুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট লাল পতাকা সজ্জিত একটি মিছিল নিয়ে ব্রজমোহন কলেজ প্রদক্ষিণ করে।   

বাংলা‌দেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।