ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুশাসনের জন্য নতুন রাজনৈতিক চুক্তি দরকার: ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
সুশাসনের জন্য নতুন রাজনৈতিক চুক্তি দরকার: ইনু জাসদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: যারা আইন-কানুন, রাষ্ট্র, সরকার কোনো কিছুরই তোয়াক্কা করে না, তাদের শায়েস্তা করতে ও সুশাসন প্রতিষ্ঠা করতে নতুন রাজনৈতিক চুক্তি দরকার বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার (৩১ জুলাই)  দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।  

ইনু বলেন, দেশে ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, দুর্নীতিবাজ, অসৎ রাজনৈতিক নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তাসহ অপরাধীরা নিজেদের ধরা-ছোঁয়ার বাইরে মনে করছে।

যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি, জঙ্গিরাও ভেবেছিল কেউই তাদের ধরতে পারবে না। কিন্তু, তাদের সব দম্ভ চূর্ণ হয়েছে, কেউ রেহাই পায়নি।  

তিনি বলেন, যারা মনে করছেন রাষ্ট্র-সরকার-রাজনৈতিক নেতৃত্ব তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে, তাদের জন্য যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনি, জঙ্গিদের মদোই কঠিন পরিণতি অপেক্ষা করছে।  

জাসদ সভাপতি বলেন, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজনৈতিক শান্তি, স্থিতিশীলতা অর্জন ও উন্নয়নের যুদ্ধ পর্ব ছিল। ২০১৯ সালে রাজনীতির নতুন পর্ব ‘সুশাসনের জন্য যুদ্ধ’ পর্ব শুরু হয়েছে।

এডিস মশার বিস্তার, অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে মানুষের মৃত্যুসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত মানুষের দুরাবস্থায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন সাবেক তথ্যমন্ত্রী। এসময় এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।

সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদ দেশব্যাপী ‘সুশাসন দিবস’ পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ জুলাই) এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।  

এতে আরও বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।