ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে আ’লীগ মশক নিধন কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা। ছবি: বাংলানিউজ

খুলনা: ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় মাঠে নেমেছে আওয়ামী লীগ। সচেতনতামূলক পরিস্কার-পরিচ্ছন্নতা, লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে মশকনিধন কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে এ কর্মসূচি পালিত হয়।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন।

পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এসময় তালুকদার আব্দুল খালেক বলেন, সরকারের দ্রুত পদক্ষেপের কারণে ইতোমধ্যে ডেঙ্গু সমস্যা নিয়ন্ত্রণে এসেছে। খুলনা সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এস এম কামাল হোসেন বলেন, ডেঙ্গু সমস্যা সম্পর্কে সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে, ডোবা-নালা পরিস্কার রাখতে হবে। বর্ষার সময়ে ডেঙ্গুর প্রকোপ বেশি হয়। সবাই সতর্ক হলে ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, এমডিএ বাবুল রানা, শিল্পপতি গালিব কাপাডিয়া, কামরুজ্জামান জামাল, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমআরএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।