সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে, রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
২০০৭ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা হাবুকে অস্ত্রসহ আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় তিনি জামিনে ছিলেন। মামলার দীর্ঘ শুনানি শেষে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত হাবুকে ১০ বছরের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে হাবু পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হাবুকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরআইএস/