সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভার আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি অভিজিৎ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ধীষন প্রদীপ চাকমা, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক রক্তিম বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও সাম্রাজ্যবাদের বলি ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজন জঙ্গল গত তিন সপ্তাহ ধরে পুড়ছে। গ্রহণ করা হয়নি কোন প্রয়োজনীয় পদক্ষেপ। আমাজন পৃথিবীর সবচেয়ে আদ্র অঞ্চলের একটি। এটি অস্বাভাবিক! এটি পরিষ্কার যে এটি কোনো সাধারণ দাবানল নয়। বহুবছর ধরেই সাম্রাজ্যবাদী দেশগুলোর দৃষ্টি আমাজনের দিকে। আর তাই ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমাজনকে করপোরেটের জন্য উন্মুক্ত করে দেওয়া। আমাজনকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অরণ্য বলা হয় এ কারণে যে বৈশ্বিক উষ্ণতা রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ কেননা এ অরণ্য মানবসৃষ্ট কার্বন শোষণ করে সবচেয়ে বেশি৷ কেবল আমাজনের বন উজাড়ের কারণে ৭৫ ভাগ কার্বন নিঃসরণ বেড়ে গেছে ব্রাজিলে৷ যেখানে পৃথিবীর এক চতুর্থাংশ অক্সিজেন আসে এ আমাজন থেকে এবং সারা পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ কার্বন শোষণ করে আমাজন সেখানে আমাজন বনের ওপর এ করপোরেট আগ্রাসন মানবজাতির জন্য হুমকি স্বরূপ।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরআইএস/